ঝিকরগাছায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

Post Top Ad

Responsive Ads Here

Breaking News

Breaking News:
Loading...

শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

ঝিকরগাছায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিকরগাছায় আওয়ামী   স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত

ঝিকরগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে  বাংলাদেশ  আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিপার । তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে বলেন, আগামী সংসদ নির্বাচনে যশোর ২  (ঝিকরগাছা -চৌগাছা) আসনে এমন একজনকে মনোনয়ন দেন, যিনি দলের ভেতর বিভেদ ভুলে ঐক্য গড়ে তুলতে পারে এবং নৈকা মার্কাকে বিজয়ী করতে পারে।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সামছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিমুল হক সালাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী, সাবেক সম্পাদক শামীম রেজা, শ’ম’র ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম রেজা, পৌর যুবলীগের আহবায়ক শাওন রেজা খোকা, পৌর যুবলীগ নেতা আরিফুজ্জামান ছন্টু, ফারুক হোসেন, বতর্মান উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হাবিব শিপলু, সম্পাদক কামাল হোসেন সোহো অনেকে ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর সরদার, সে¦চ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আঃ বারিক,সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুল ইসলাম , পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল  ইসলাম বাপ্পী, সম্পাদক তৌফিক আলম কৌশিক,ছাত্রলীগ নেতা হান্নান হোসেন,আরিফ হোসেন, হৃদয় ,হাসিব, শান্ত,পিয়াস, ইমন,সোহেল রানা, সাজু আহম্মেদ, লাফি সরদার, আব্দুল আলিম, শ্রমিকলীগ নেতা জাহিদুল ইসলাম , কৌশিক , আবু সাইদ বিপ্লব, সাজ্জাদ হোসেন, রিপন, কুতুব, মহাশিং আলী, আবুল কালাম সহ অনেকেই ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}