‘কবীর’র সিক্যুয়েল নিয়ে আসছেন দেব! - দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

Post Top Ad

Responsive Ads Here

Breaking News

Breaking News:
Loading...

বুধবার, ১৮ জুলাই, ২০১৮

‘কবীর’র সিক্যুয়েল নিয়ে আসছেন দেব!

‘কবীর’র সিক্যুয়েল নিয়ে আসছেন দেব!



ইয়ারমাফ পরে হাতে রাইফেল নিয়ে একেবারে তৈরি রুক্মিনী৷ পাশ থেকে কমান্ড আসতেই শুরু করলেন ফায়ারিং৷ রেঞ্জ শ্যুটিংয়ে গিয়ে এমন রুক্মিনী মৈত্রের এমন একটি ভিডিও করা হয়েছে৷ যা সোশ্যাল মিডিয়ায় রোস্ট করেছেন রুক্মিনী৷ একই সঙ্গে রেঞ্জ শ্যুটিংয়ের কয়েকটি ছবিও আপলোড করেছেন তিনি৷ ভিডিওতে তেমন চমকপ্রদ কিছু দেখা না গেলেও ছবিগুলির ক্যাপশনে রয়েছে সারপ্রাইজ৷ রুক্মিনী ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “কবীর টু? না! ইয়াসমিন ওয়ান৷ বেশ ভালো কাটল দিনটা৷”



রেঞ্জ শ্যুটিংয়ে গিয়ে রুক্মিনীর যে ভাল লেগেছে তা তো ভক্তরা বুঝেই গেলেন৷ তবে ক্যাশপনের একাংশ এমন ধাঁধালো লেখা কেন? কবীর টু? ‘কবীর’ ছবির সিক্যুয়েলের প্ল্যান করছেন দেব৷ এমনই কিছুই কি ইঙ্গিত করছে রুক্মিনীর এই পোস্ট৷ ভক্তরা তো কেবল ছবি নয়, ছবি কিংবা ভিডিওর ক্যাপশনও মন দিয়ে পরেন৷ সেখানেই যদি এতো বড় একটা কথা লেখা থাকে তাহলে তো স্বাভাবিকভাবেই তাদের উত্তেজনা ক্রমশ বেড়ে উঠবে৷ ‘কবীর’ ছবির সাফল্য দেখেই কি এমন সিদ্ধান্তে এসেছেন দেব? এই প্রশ্নই করে চলেছে অগণিত নেটিজেনরা৷


তবে অভিনেতা দেব কিংবা তাঁর প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড’ থেকে এমন কিছুই জানানো হয়নি৷ কিন্তু ভক্তরা ইতিমধ্যেই এক্সাইটেড হয়ে পড়েছে৷ ‘কবীর’র সিক্যুয়েল এলে তাদের যে খুশির কোনও ঠিকানা থাকবে না তা বোঝাই যাচ্ছে৷



রুক্মিনীর পোস্ট করা ভিডিওতে আরেকটি জিনিসে খুব খুশি হয়েছে ফ্যানেরা৷ ভিডিওতে কেবল রুক্মিনীকে দেখা গেলেও তাঁর পেছন থেকে দেবের আওয়াজ পাওয়া গিয়েছে৷ অর্থাৎ ছুটির ভালো ভাবে কাটানোর জন্য দেব এবং রুক্মিনীর একে অপরকে পরস্পরের পাশে চাইই চাই৷

দেব-রুক্মিনী৷ দুটি নাম যেন ওতোপ্রোতভাবে মিশে গিয়েছে একে অপরের সঙ্গে৷ একজনের প্রসঙ্গ উঠলেই আপনাআপনি আরেকজনের নাম উঠে আসে৷ তাঁদের রিল লাইফের রসায়ন হোক কিংবা রিয়েল লাইফের রসায়ন৷ সবটাই একই রকম সুন্দর৷ শুধু প্রেম-ভালোবাসা নয়, তাঁদের বন্ধুত্বও যে কতটা গাঢ় তা সর্বদাই প্রকাশ পায় তাঁদের হাবভাবে৷ এক মুহূর্তের জন্যও কেউ কাউকে চোখের আড়াল করতে চায় না৷



ভক্তদের দাবি সেই জন্যই নাকি ‘হইচই আনলিমিটেড’এর শ্যুটিংয়ের জন্য উজবেকিস্তানে রুক্মিনীকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন দেব৷ স্ক্রিপ্ট মিটিংয়েও ছিলেন নায়িকা৷ প্রোমোশনেও নাকি অভিনেত্রীর উপস্থিতি দেখা যেতে পারে বলে জানা গিয়েছে৷ তবে নায়িকার মতে, তিনি প্রডাকশনের দায়িত্বে রয়েছেন৷ এছাডা়ও ছোটখাটো কাজও দেখছেন তিনি৷ তাই সিনেমায় না থাকলেও সিনেমাটির বিহাইন্ড দ্য ক্যামেরায় আছেন রুক্মিনী৷

টলিমহলের সেরা কয়েকটি গুঞ্জনের মধ্যে একটি হল দেব-রুক্মিনীর বিয়ে৷ কয়েক মাস আগে নাকি প্রাইভেটলি এনগেজমেন্ট সেরে ফেলেছেন এই হট কাপেল৷ এমনকি বিরাট-অনুষ্কার মতো হঠাৎ বিয়ে করে নিতেই পারে বলে অনুমান করছে ভক্তরা৷ তাঁদের ঘনিষ্ঠতা নাকি বিয়ের জানানই দিচ্ছে৷

Post Bottom Ad

Responsive Ads Here

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}