আজকের দিনটি - দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

সোমবার, ২৩ জুলাই, ২০১৮

আজকের দিনটি

আজকের দিনটি
কিংবদন্তি গৌতম
Meshকর্মপ্রার্থীদের বেসরকারি বা সরকারি উভয়ক্ষেত্রে যোগাযোগের সম্ভাবনা প্রবল। অংশীদারী ব্যবসায় যুক্ত হলেও শুভ। কোনও রোগের উপশম ঘটবে। ভ্রমণ হতে পারে।
প্রতিকার: রান্নাঘরে আগুন নেভানোর জন্য দুধ ব্যবহার করুন। সমস্যা সংকট থেকে মুক্তি পাবেন। 
Brishoকর্মরতদের মনোমতো স্থানে বদলির সম্ভাবনা। ঝঞ্ঝাট ঝামেলা থেকে শীঘ্রই মুক্তি ঘটবে। নতুন বন্ধুলাভের সম্ভাবনা প্রবল। নানা উপায়ে অর্থাগম হবে।
প্রতিকার: যে কোন পবিত্র ধর্মগ্রন্থ অধ্যয়ন করুন। সুফল পাবেন। 
Mithunবিদ্যার্থীদের মনোযোগ বৃদ্ধি ও একাগ্রতার প্রয়োজন। গৃহের সংস্কার, পরিবর্তন ও পরিবর্ধন যোগ বর্তমান। নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা আছে। কর্ম পরিবেশ কিছুটা পরিবর্তন হবে।
প্রতিকার: যে কোন জলাশয়ে একটি পূজিত তামার টুকরো ভাসিয়ে দিন। সমস্যার সমাধান হবে।
Korkotব্যবসা স্থান মধ্যম। কর্মরতদের ক্ষেত্রে কর্মের পরিবেশকে নিজের মতো করে নিতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতান্তরে না যাওয়াই ভালো। শেয়ার বা ফাটকায় বিনিয়োগ শুভ হবে।
প্রতিকার: বাড়িতে বাগান থাকলে তার পরিচর্যা করুন। সুফল পাবেন। 
Singhoস্বামী-স্ত্রীর মধ্যে সখ্যতা বজায় থাকবে। উদর বা অন্ত্রের সমস্যায় ভুগতে পারেন। কর্মস্থানে সুনাম বাড়বে। আত্মীয়স্বজন আগমন ঘটবে। প্রেম-প্রণয়ে সরাসরি কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
প্রতিকার: আজকের দিনে মাতৃস্থানীয় ব্যক্তিকে সেবাযত্ন করুন। সুফল পাবেন। 
Konyaগৃহশান্তি বজায় থাকলেও মাঝে মাঝে কিছু ছোটখাট সমস্যা দেখা যাবে। বাতজ-বেদনায় কষ্ট পাবেন। উপার্জন বৃদ্ধি পাবে। লগ্নিতে সাফল্য আসবে।
প্রতিকার: আজ কারও নিন্দা করবেন না। মানসিক শান্তি পাবেন। 
Tulaবিদ্যার্থীদের জন্য সময় মন্দ নয়। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। আত্মীয় বন্ধুর সমাগমে আনন্দ বৃদ্ধি। মাতা/পিতার শারীরিক উন্নতি। শত্রু বশ মানতে বাধ্য হবে।
প্রতিকার: আজকে দই খেয়ে শুভকার্যে বেরবেন। সফলতা নিশ্চিতই বলা যায়। 
Brishchikপুরানো কোনও শারীরিক অসুস্থতা থেকে মুক্তি। হঠাৎ চোট-আঘাত থেকে সাবধান। গবেষণামূলক শিক্ষায় সাফল্য। মামলা-মোকদ্দমায় পরিস্থিতি নিজের অনুকূলে থাকবে।
প্রতিকার: আজ কোনও প্রাণীকে ক্লেশ দেবেন না। গ্রহবিরূপতা হ্রাস পাবে। 
Dhonuকোনও নিকট বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতা, প্রেমে ব্যথা পাবেন। শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। কর্মক্ষেত্রে দূর ভ্রমণের যোগ। বৃত্তিশিক্ষায় সাফল্য।
প্রতিকার: দুধ ও দুগ্ধজাত খাদ্যদ্রব্য দান করুন। সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়বে। 
Mokorঅনেকদিনের আটকে থাকা যে কোন কাজে আজ সাফল্য আসতে পারে। বিদ্যায় বাধা, অর্থভাগ্য শুভ। মামলা-মোকদ্দমায় হয়রানি বৃদ্ধি।
প্রতিকার: জনসাধারণকে সাধ্যমতো জল দান করুন। গ্রহদোষ খণ্ডন হবে। 
Kumbhoহজমের সমস্যায় ভুগতে পারেন। শিক্ষায় প্রত্যাশিত সাফল্য না মেলায় মনঃকষ্ট বৃদ্ধি। দাম্পত্য-জীবনে তিক্ততা আসবে। ব্যবসায়ীদের পক্ষে শুভ দিন।
প্রতিকার: আজ ধর্মীয় কার্যে সাধ্যমতো দান করুন। গ্রহদোষ খণ্ডন হবে।  
Meenউচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় কর্মস্থলে জটিলতার সমাধান। বাতজ-বেদনায় কষ্ট পাবার সম্ভাবনা। প্রেম-প্রণয়ে সাফল্য। পরশ্রীকাতর ব্যক্তির দ্বারা সম্মানহানির সম্ভাবনা।
প্রতিকার: সূর্যস্তব আজকে নিষ্ঠা সহকারে পাঠ করুন। গ্রহদোষ খণ্ডন হবে। 

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}