যশোরে ইজিবাইক শ্রমিকলীগের নেতাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম - দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

যশোরে ইজিবাইক শ্রমিকলীগের নেতাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম

যশোরে ইজিবাইক শ্রমিকলীগের নেতাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম


যশোর জেলা ইজিবাইক শ্রমিকলীগের অর্থ বিষয়ক সম্পাদক মুন্না ইসলাম (৩৭) হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের মিশনপাড়া ইয়ার আলী সরদারের ছেলে।
আহত মুন্না ইসলাম জানান, তার সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের বিরোধ চলে আসছিলো। রোববার ভোর পাঁচটার দিকে একদল দৃর্বৃত্ত তার বাড়িতে হামলা করে হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}