৪ বছর ধরে ২ ভাইয়ের গণধর্ষণের শিকার নাবালিকা বোন - দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

Post Top Ad

Responsive Ads Here

Breaking News

Breaking News:
Loading...

রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

৪ বছর ধরে ২ ভাইয়ের গণধর্ষণের শিকার নাবালিকা বোন


৪ বছর ধরে ২ ভাইয়ের গণধর্ষণের শিকার নাবালিকা বোন


নিজের নাবালিকা বোনকে গণধর্ষণ করার অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মেরঠে। পুলিশ সেই দুই অভিযুক্ত ভাইকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গণধর্ষণসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ১৫ বছরের সেই কিশোরী নিজে থানায় এসে অভিযোগ জানায়। সিভিল লাইন পুলিশ স্টেশনের বাসিন্দা সেই কিশোরী জানায়, গত চার বছরের বেশি সময় ধরে দুই ভাইয়ের হাতে গণধর্ষণের শিকার সে। বাধা দিতে গেলে মারধর করা হতো তাকে। তার মা প্রতিবাদ জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হতো।
চার বছর ধরে অত্যাচার সহ্য করতে করতে অবশেষে মুখ খোলে সেই নাবালকা। পুলিশের কাছে দায়ের করে এফআইআর। সেই অভিযোগের ভিত্তিতে দুই ভাইকে গ্রেফতার করে মেরঠ থানার পুলিশ। মেয়েটির মেডিকেল পরীক্ষাও হয়। তদন্তকারীরা জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। জেরার মুখে দু’জনেই ধর্ষণের কথা স্বীকার করেছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}